ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

  প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৪০  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
সংগৃহীত ছবি

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, গাজীপুরের কোনবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামের আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত