ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৩০

মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীর পুরাতন ব্রম্মপুত্র নদের পাড় থেকে শাহিনুল (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পুরাতন ব্রম্মপুত্র নদের পাড়ে নারান্দী-সনমানিয়া সেতুর কাছে মনোহরদী অংশে বস্তাটি পড়ে ছিল বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছেন।

মনোহরদী থানার ওসি মোঃ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হয়েছে। তিনি জানান, নিহত যুবক একজন কোরানের হাফেজ। কাজ করতে তিনি শিবপুরের কোন মসজিদ ও মাদ্রাসায় অবস্থান করছিলেন।

শাহিনুল ময়মনসিংহের ফুলপুরের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত