ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের গণসমাবেশ

  প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের গণসমাবেশ
সংগৃহীত ছবি

ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়ায় দাবিতে গণসমাবেশ করছেন শ্রমিকরা। সমাবেশে প্রায় ৪২ হাজার শ্রমিক অংশ নেন। এ সময় তারা ‘কর্ম চাই, ভিক্ষা চাই না’, ‘পরিবার নিয়ে বাঁচতে চাই’, ‘কারখানা খুলে দিন, খুলতে হবে’ এমন স্লোগান দেন।

মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের শ্রীপুরে সানসিটির মাঠে এ গণসমাবেশ আয়োজন করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার আবু তালেব।

তিনি জানান, গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা এ সমাবেশ করছেন।

সমাবেশে অংশ নেয়া বেক্সিমকোর শ্রমিকরা বলেন, বেক্সিমকো বন্ধ হতে পারে না। আমরা আমাদের কর্মস্থলে যেতে চাই। আমাদের ৫০ হাজার মানুষের চাকরি নেই। এর সঙ্গে ১০ কোটি মানুষের সম্পৃক্ততা আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা আমাদের যোগ্যতায় চাকরি নিয়েছি। আজ মৃত্যু হবে এখানে, তাও এখান থেকে দাবি আদায় না হলে এখান থেকে যাব না।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার বলেন, আজ দুপুর আড়াইটা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সমাবেশ শুরু করেন।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প-প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এই কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত