ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

  প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২২:৪১

খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
ছবি: সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. মানিক হাওলাদার নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তবে এ ঘটনায় পুলিশ সাজ্জাত ও তুলি নামের দুইজনকে হেফাজতে নিয়েছে।

নিহত মানিক পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকে কলোনির নুর মোহাম্মদের ছেলে। এছাড়া তিনি নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি।

যুবদল নেতা মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মাদা আহসান হাবীব।

পুলিশের এই কর্মকর্তা জানান, আজ নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের মঙ্গে আড্ডা দিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে ও পেটে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীব বলেন, পুলিশ এ ঘটনায় সাজ্জাত ও তুলি নামে দুই ভাই-বোনকে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিএনপির কর্মীরা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত