ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:১৮

বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ
বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের চাকরিপ্রার্থীদের সমাবেশ। ছবি: সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করেছে ৩৫ প্রত্যাশীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করেন তারা। এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছেন।

আন্দোলনকারীরা বলেন, গত ১২ বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনও আয় নেই। তবুও দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বার বার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরবো। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বো না।

সমাবেশে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনের সমন্বয়ক সোহেল আমিন বলেন, ‘আমরা সকাল ১১টায় সমাবেশের আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদের মাইক নিয়ে যায়। দুই ঘণ্টা পর সেটা ফেরত দেয়। আমাদের সমাবেশ চলছে। সন্ধ্যা নাগাদ সমাবেশ চলবে।’

দীর্ঘ দিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত