ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পুলিশ পরিচয়ধারী ডাকাতের কবলে প্রবাসী পরিবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:১৫

পুলিশ পরিচয়ধারী ডাকাতের কবলে প্রবাসী পরিবার
প্রতীকী ছবি

দুবাই থেকে ভোররাতে ঢাকায় নেমে ফরিদপুর নিজ বাড়িতে ফেরার পথে এক প্রবাসী তার পরিবারসহ পুলিশ পরিচয়ধারী ডাকাতের কবলে পড়ার অভিযোগ করেছে। এতে একজন আহত হোন। সোমবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বিমান বন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত মনিকা সরকার (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে মনিকার স্বামী সনজিৎ সরকার গণমাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থেকে ফরিদপুরে গ্রামের বাড়ি যাওয়ার পথে হোটেল র‌্যাডিসনের সামনে তাদের মাইক্রোবাসটিকে পুলিশের মতো ‘সিগন্যাল লাইট’ জ্বালিয়ে থামার সংকেত দেয়া হয়। গাড়িটি থামার পর পুলিশের মতো পোশাক পরা লোকজন এসে তাদের পরিচয় জানতে চায়। পরে পাসপোর্ট ও ব্যাগ চায়। পাসপোর্ট দিতে অস্বীকার করলে টানা-হেঁচড়া শুরু করে। এক পর্যায়ে তারা গাড়ির আরোহীদের মারধর ও গাড়ি থেকে নামানোর চেষ্টা করে, গাড়িটির কাঁচ ভাঙচুর করে।

সনজিৎ আরও বলেন, এসময় আক্রান্তদের ডাক-চীৎকারে লোকজন এগিয়ে এলে ডাকাতরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ডাকাতরা কোনো মালামাল নিতে পারেনি। পরে সকাল ৫টা ২০ মিনিটে মারধরে আহত স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান তিনি। হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা নিয়ে সকাল সোয়া ৭টার দিকে হাসপাতাল ছাড়েন তারা।

ঘটনার সময় সনজিতের বাবা অমৃত সরকারও ওই গাড়িতে ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, সনজিৎ পরিবার নিয়ে দুবাইয়ে থাকেন। ভোররাতে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকায় নামে। তাদের আনতে ফরিদপুর থেকে গাড়ি ভাড়া করে ঢাকায় আসেন তিনি। গাড়িটি বিমানবন্দর সড়ক ধরে হোটেল র‌্যাডিসনের সামনে এলে ডাকাতদের কবলে পরে। গাড়িতে সনজিৎ, তার স্ত্রী মনিকা, তাদের ৫ ও ৭ বছরের দুই মেয়ে ছিল। ডাকাতদের লাঠির আঘাতে মনিকার গায়ে ফোলা জখম তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ডাকাতেরা কিছু নিতে পারেনি। তবে দেশে ফিরেই ওই হামলায় তাদের বাচ্চা দুটো খুবই ভয় পেয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুলিশের গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত