ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩১

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
ফাইল ছবি

তাপমাত্রা কমে ফের ধীরে ধীরে বাড়ছে শীত। সঙ্গে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশা পড়ছে। এরমধ্যেই দেশের ২ জেলায় হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দিন-রাতের তাপমাত্রা।

আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এই অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

অন্যদিকে আগামী মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার (২২ জানুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত