অন্ধ কল্যাণ সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে ফল প্রকাশে কারচুপির অভিযোগ
পুনরায় গণনার দাবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫২
দিনাজপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন এক প্রার্থী।
রোববার দিনাজপুর জেলা প্রশাসক ও পদাধিকার বলে সভাপতি রফিকুল ইসলামের নিকট এই আবেদন করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) দিনাজপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ৬টি ব্যালট পেপার গোপন রেখে ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এ ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন ডা. ইজদানী ও সুজা পরিষদ।
প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করেন। ২৭৩টি ভোট কাস্ট হয়েছে। বাতিল ভোট দেখানো হয়েছে ৮টি।
সহ-সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শফিকুল হক ছুটুর প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী আফতাব উদ্দিন মোল্লার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ১২৮টি। কাস্ট ভোট থেকে ৮টি ভোট বাতিল দেখানো হয়েছে। তাহলে দুই প্রার্থীর মোট ভোট প্রাপ্তির সংখ্যা হবে ২৬৫ ভোট। সেই ক্ষেত্রে দুই প্রার্থীর ভোট যোগ করলে দেখা যায় ২৫৯ ভোট। তাহলে ২৬৫ থেকে ২৫৯ বিয়োগ করলে দেখা যায় ৬টি ভোটের হদিস পাওয়া যাচ্ছে না। এই ৬টি ব্যালট পেপার অদৃশ্য দেখানো হয়েছে। ফলাফল প্রকাশের রেজাল্ট শিটে মোট ভোট ২৭৩, বাতিল ভোট ৮টি।
দুই প্যানেলের মোট প্রাপ্তভোট ২৫৯টি, বাকি ৬টি ব্যালট পেপারের বিষয়টি অদৃশ্য দেখানো হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ভোট পুনরায় গণনার আবেদন পেয়েছি। ভোট পুনরায় গণনা করা হবে। গণনা শেষে যার প্রাপ্ত ভোট বেশি হবে, তাকে পুনরায় বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি