ওষুধে শুল্ক কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:০২
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল ও কলেজের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা।
বিগত সরকারের অনেক জায়গাতে বকেয়া রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এসব বকেয়া পরিশোধ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে।
মতবিনিময় সভার আগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সব শিক্ষকের সঙ্গে পরিচয়পর্ব হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
প্রমোশন সিস্টেমকে ২৫ শতাংশ গ্রেড ওয়ানে উন্নীতকরণে নজর দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। যারা ডিপ্লোমা করেন সেখান থেকে জুনিয়র পদবী তুলে দেয়ার অনুরোধও করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
বাংলাদেশ জার্নাল/আরএইচ