ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ছয় বন্ধুসহ নিহত ১৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ছয় বন্ধুসহ নিহত ১৩
ছবি: সংগৃহীত

সাত জেলায় গেল ২৪ ঘণ্টায় ছয় বন্ধুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে তিনজন, গোপালগঞ্জে তিনজন। এছাড়া রাজধানীতে তিনজন এবং কক্সবাজার, বরিশাল, কুষ্টিয়া ও কুড়িগ্রামে চারজন নিহত হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

ঢাকা: রাজধানীর পল্লবী ও হাতিরঝিলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছে। পল্লবীর কালশীতে বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মী সিয়াম মৃধা (১৫) নিহত হন। শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিলে আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক আফজাল মোল্লা (২৪) নিহত হন। নিহত আফজাল পেশায় একজন মোটর মেকানিক ছিলেন। এছাড়া মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪৫), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৫) ও সুরেশ বড়ুয়ার ছেলে শুভ্রজিত্ বড়ুয়া সনি (৪০)।

নিহত সনি বড়ুয়ার চাচাতো ভাই অমিত বড়ুয়া জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে আমার জেঠাতো ভাই সনি বড়ুয়ার এক বন্ধুর বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, সুফিয়া রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে সনি, রুবেল ও নিপু বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনের সুফিয়া রোড এলাকায় ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সবাইকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া বুঝিয়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে চড়ে খেজুরের রস খাওয়ার জন্য বের হয়েছিলেন। তবে যাত্রাপথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা ঘটনাস্থলে প্রাণ হারান। গতকাল শুক্রবার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা গ্রামের বিসু দাসের ছেলে দিপু দাস, বাবুল নাগের ছেলে বিশার নাগ এবং পিঙ্গোলিয়া গ্রামের মনিরুল মৃধার ছেলে রিদয় মৃধা।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, তিন বন্ধু মিলে খেজুরের রস খেতে কাশিয়ানী থেকে কালি নগর যাওয়ার সময় মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে খুলনাগামী বাসের সঙ্গে সংঘর্ষ হলে তাদের মৃত্যু হয়। বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার: তিন দিন পর শুরু করার কথা ছিল নতুন জীবনের। তবে তার আগেই কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হুমায়ুন কবির নোমান (২৫)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডুলাহাজারার ডুমখালী রাস্তার মাথায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত নোমান ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মাহাবুব হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত মাহাবুব সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।

ভোররাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা হয় বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা-সংলগ্ন বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজ মোড়ে যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সোহাগ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশার চাপায় তিন বছ‌রের আর‌শি খাতুন না‌মে এক শিশুর মৃত‌্যু হয়ে‌ছে। বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেণী ইউনিয়‌নের সু‌ড়িরডারা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদ‌র্শীরা জানান, সুড়িরডারা পাড় এলাকার বা‌সিন্দা এজাবুল হক তার মেয়েকে নি‌য়ে মো‌ড়ের দোকা‌নে আস‌ছি‌লেন। শিশু‌টি বি‌স্কুট নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে রা‌ণিগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি দ্রুত গ‌তির অ‌টো‌রিকশা তাকে চাপা দেয়।

নরসিংদী: নরসিংদীতে দুই ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সবার অবস্থাই গুরুতর। গতকাল সকাল ছয়টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত