ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
হাজারীবাগের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লাগলে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শাহজাহান সিকদার আরও বলেন, ৭ তলা ভবনের ৫ তলায় এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, হাজারীবাগ বাজারে ফিনিক্স লেদার নামের একটি গোডাউনে আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত