ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট, বিজিবি মোতায়েন

হাজারীবাগে চামড়ার গুদামে ভয়াবহ আগুন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

হাজারীবাগে চামড়ার গুদামে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। ৭তলা একটি ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করছে।

এদিকে বিজিবির সদরদপ্তর থেকে বলা হয়েছে, গুদামের আগুনের ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে সহায়তায় কাজ করছে ১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত