ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ৯ ঘন্টা আগে
শিরোনাম

১৬ জানুয়ারি: কী কী ঘটেছিল সারাদিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৯

১৬ জানুয়ারি: কী কী ঘটেছিল সারাদিন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একতাই অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে না। সবার মতামতের ভিত্তিতেই তা করতে চাই। যাতে কেউ বলতে না পারে তুমি অমুক, তুমি তমুক।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যে গাজা যুদ্ধ বন্ধে মোটেও আন্তরিক ছিলেন না, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। বাইডেন সারা বছরে যে অগ্রগতি করতে পারেননি, সেটি এক বৈঠকেই করে দেখিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। খবর টাইমস অব ইসরায়েলের।

জুলাই-গণঅভ্যুত্থানের ‘শহীদদের’ গেজেট প্রকাশ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ‘শহীদদের’ তালিকা নিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত প্রথম গেজেটে সারাদেশের ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাদের মৃত্যুর ঘটনাস্থল বা তারিখ গেজেটে আসেনি।

১৭ বছর পর কারামুক্ত বাবর

১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন।

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা। বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

সাবেক এমপি ফাহমী গোলন্দাজ-জিল্লুল হাকিম পরিবারের বিরুদ্ধে ৫ মামলা

ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের নামে মামলা হয়েছে।

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করাই আমাদের প্রধান লক্ষ্য: ইসি আবুল ফজল

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, সুন্দর, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য।

বইমেলায় প্যাভিলিয়ন-স্টল বরাদ্দে পরিবর্তন

এবারের অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। এ বিষয়ে আগের সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ মন্তব্য করে প্রকাশকদের একটি প্ল্যাটফর্ম থেকে কিছু দাবি জানানোর পর নতুন এই সিদ্ধান্তের খবর এলো।

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে ফের মেজাজ হারালেন তামিম

ক’দিন আগেই মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানাও গুনতে হয় তাকে। এবার ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ফের উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল। এবার অবশ্য সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন বরিশালের অধিনায়ক।

পুলিশের নাকি অন্য কারো গুলিতে মুগ্ধের মৃত্যু, জানালেন স্নিগ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ নিয়ে মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, পুলিশের নাকি অন্য কারো গুলিতে মুগ্ধের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত