ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১
ফাইল ছবি

নরসিংদীর শেখের চরের মেহেরপাড়া এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহতের নাম মঞ্জু (২২) বলে জানা গেছে। মেহেরপাড়া এলাকাতেই তার বাড়ি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে আধিপত্য বিস্তার নিয়ে শেখের চরের মেহেরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এতে মঞ্জু নামের একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত