যাত্রীদের জন্য থার্ড টার্মিনাল খুলছে নভেম্বরে: বেবিচক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের শুরুতে এটি চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া।
বৃহস্পতিবার দুপুরে বেবিচক সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।
বেবিচক চেয়ারম্যান জানান, আগামী অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল। আর পরের মাসে খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য। এর আগে, টার্মিনালটির উড়োজাহাজ রাখার জায়গা অ্যাপ্রোন খুলে দেওয়া হবে আগামী সপ্তাহেই।
এখন টার্মিনালের দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কাজ চলছে। এগুলো শেষ হবে মার্চের মধ্যেই। তবে ভিভিআইপি অংশের কাজের অগ্রগতি ৬৫ শতাংশের বেশি নয়।
এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘সামনে আমরা আইকাও ও এফএএ–এর ইন্সপেকশন আশা করছি। এর জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত করছি নিজেদেরকে যাতে আমাদের এয়ারপোর্টের রেটিংটা আরও হাই চলে আসে।’
এদিকে, কার পার্কিংয়ের কাজটি সুপরিকল্পিত হয়নি স্বীকার করে, বেবিচক চেয়ারম্যান জানান, সেটি সামনে না হলে টার্মিনালের সৌন্দর্য আরও বাড়তো। তবে জায়গার অভাবে এমনটি হয়েছে বলেও জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘যে কোনো মূল্যে, এটা হবে দেশের ১ নম্বর টার্মিনাল। এর সাথে বিশ্বের যে কোনো বিমানবন্দরের তুলনা করা যাবে।’
সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, বগুড়া বিমানবন্দর উন্নয়ন করে সেখানে বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, এয়ার ট্রান্সপোর্ট ও ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর কে এম জিয়াউল হক, সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. নাইমুজ্জামান খান, এস এম লাভলুর রহমান, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এনবি