ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:০১

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নড়াইল এক্সপ্রেস নামের একটি পরিবহন মোটরসাইকেল আরোহী সুমন শেখকে চাপা দেয়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস নামের একটি পরিবহন মোটরসাইকেল আরোহী সুমন শেখকে (৩৩) চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে নিহত হন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার বামনকান্দা কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপাড়া এলাকার ছালাম শেখের ছেলে।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. পলাশ জানান, সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামের একজনের মরদেহ আসছিল। তার মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ সড়কে পড়েছিল। তার পকেটের পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি মোটরসাইকেল আরোহীর মরদেহ সড়কে পড়ে আছে। ঘাতক নড়াইল এক্সপ্রেস নামক পরিবহনটি পালিয়ে গেছে। মরদেহ থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত