ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০৩
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে রাজধানীতে করা অস্ত্র আইনে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে ১৯ জানুয়ারি তার রিমান্ড আবেদনের শুনানি হবে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ও সন্ধ্যায় ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন পৃথকভাবে এসব আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তাদের দুইজনকেই দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এর আগে, গেল ঈদুল আজহার সময়ে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।
এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে।
ওই পরিস্থিতিতে গত বছরের ২৩ জুন মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়। একইসাথে সংযুক্ত করা হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে।
মতিউর রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি-র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তাকে ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়।
সেইসঙ্গে, মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করে দুদক।
এসব ঘটনার পর মতিউর, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশগমনে নিষেধাজ্ঞা দেন আদালত।
বাংলাদেশ জার্নাল/এনবি