অর্থ আত্মসাত মামলা
ডেসটিনির এমডি রফিকুলসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
অর্থ পাচার মামলায় বিতর্কিত বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও আরও ১৮ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে আছেন ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ।
এই মামলার আসামিদের মধ্যে আরও ১৫ জন পলাতক রয়েছেন।
বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৪ মে দুই মামলায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগ গঠন করা হয় ২০১৬ সালের ২৪ আগস্ট। তাদের বিরুদ্ধে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন (ডিটিপিএল) প্রকল্প এবং ডেস্টিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
একই আদালত ২০২২ সালের ১২ মে রফিকুল আমিন ও হারুনসহ ৪৬ আসামিকে অন্য একটি অর্থ পাচার মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এনবি