ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, রাতে মুক্তিপণ দাবি

উদ্ধারে পুলিশের অভিযান

  প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, রাতে মুক্তিপণ দাবি
ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফে বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন মো. শাকের আহমদ (৬০)। পরে সারা দিন তার কোনো খোঁজ পাননি স্বজনেরা। রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান, তাকে অপহরণ করা হয়েছে। জীবিত ফিরে পেতে চাইলে দিতে হবে ৫০ লাখ টাকা।

গতকাল সোমবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঘোনারপাড়া থেকে নিখোঁজ হন শাকের আহমদ। তিনি টেকনাফ হোয়াইক্যং মিনা বাজার ঘোনা পাড়ার এলাকার বাসিন্দা।

অপহৃত শাকের আহমদ ৩ বছর আগে মালয়েশিয়া থেকে প্রবাস জীবন শেষ করে বাড়িতে আসেন। তার এক ছেলে মালয়েশিয়ায় নাগরিকত্ব নিয়ে মালয়েশিয়া থাকেন।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। মুক্তিপণের বিষয়টি আমিও শুনেছি।’

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজ পড়তে বের হয়ে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় শাকেরকে। পরে রাত সাড়ে ৮ টার দিকে তার স্ত্রী হাসিনা বেগমকে অচেনা নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

অপহৃত শাকের আহমদের ছেলে আব্দুল্লাহ জানান, আমার বাবা ১৩ জানুয়ারি ফজরের নামাজ পড়তে এলাকার মসজিদে যায়। নামাজ শেষে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোথায় না পেয়ে আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম। পরে রাতে আমার আম্মুর নম্বরে ফোন করে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের বিষয়ে টেকনাফে থানায় অভিযোগ দায়ের করেছি।

সাম্প্রতিক সময়ে টেকনাফে পরপর বেশ কিছু অপহরণের ঘটনা ঘটেছে। গত ৩০ ডিসেম্বর রাত ১১টায় টেকনাফের বাহারছড়ার বড় ডেইলের বাসিন্দা জসিম উদ্দিনকে অপহরণ করা হয়। অপহরণের পর সন্ত্রাসীদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৮ জানুয়ারি তাঁকে ছাড়িয়ে আনেন। তাঁর শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রামে একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময় টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত