ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

১৬ জানুয়ারি কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানি’

  প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৪  
আপডেট :
 ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

১৬ জানুয়ারি কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানি’
কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানি’ ১৬ জানুয়ারি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আগামি ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ‘মার্চ ফর ফেলানি’ অনুষ্ঠিত হবে।

এই লং মার্চের মাধ্যমে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচারসহ ৫ দফা দাবি জানানো হবে।

মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি, কুড়িগ্রামের সেল সম্পাদক (প্রচার সেল) তাওহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রামের মুখপাত্র জান্নাতুল তহরা তন্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লং মার্চে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী সদস্য রিফাত রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত থাকবেন আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লং মার্চটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে নাখরগঞ্জ, রামখানা, ফেলানির নিজ এলাকায় গিয়ে শেষ হবে।

পথিমধ্যে বিভিন্ন স্থানে ‘জুলাই বিপ্লবের’ ঘোষণাপত্রের ব্যাপারে সাধারণ জনগণের মতামত জানতে পথসভা করা হবে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত