‘বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা’
প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে নয়।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, ১৭ বছর দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ। বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে নয়।
এদিকে একইদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দ্রুত নির্বাচনের তাগিদ দেন। চলতি বছরের মাঝামাঝি সময়েই অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই দেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ