ঢাকা, রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

অবস্থার উন্নতি না হলে বিআরটিএ বন্ধের হুঁশিয়ারি উপদেষ্টার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২২:২২

অবস্থার উন্নতি না হলে বিআরটিএ বন্ধের হুঁশিয়ারি উপদেষ্টার
বিআরটিএ কার্যালয়ে শনিবার বৈঠক করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

নিজেদের অবস্থার উন্নতি না হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিলুপ্ত করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শনের পর সেখানকার কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনাসভা শেষে বিআরটিএকে নিজেদের অবস্থার উন্নতির জন্য এক মাস সময় নির্ধারণ করে দেন সড়ক উপদেষ্টা। সেই সময় প্রায় শেষ।

সাংবাদিকদের তিনি বলেন, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছি- তারা যে আচরণ করছে সেটা গ্রহণযোগ্য নয়। তাদেরকে আমি এও বলেছি, সরকারের অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এটাও বলেছি বিআরটিএর পারফরমেন্সে যদি ইম্প্রুভমেন্ট (উন্নতি) না হয়, আমরা এটিকে বন্ধ করে দেয়ার কথা চিন্তা করব।

সংস্থাটির কার্যক্রমে ‘কিছুটা উন্নতি’ হলেও তা ‘গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়নি’ বলে মনে করেন উপদেষ্টা।

তিনি বলেন, আমরা বিআরটিএকে ধারাবাহিক পর্যবেক্ষণের মধ্যে রাখব। না হলে কঠোর সিদ্ধান্তে যাব। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে উন্নতি করবে। বিআরটিএকে যে একমাসের সময় দেয়া হয়েছিল, তাতে গ্রহণযোগ্য পর্যায়ের উন্নতি না হলেও কিছুটা উন্নতি হয়েছে।

লাইসেন্স, ফিটনেস টেস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিআরটিএর বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন তিনি।

উপদেষ্টা বলেন, গত বছর থেকে এ বছর (২০২৪ সালে) ১২ শতাংশ বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেয়ার পর সড়ক দুর্ঘটনা কমাতে পারিনি, এর জন্য দায় নিচ্ছি।

তিনি বলেন, অপরাধ স্বীকারের অংশ হিসেবে আমরা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত