ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় ইমাম নিহত

  প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় ইমাম নিহত
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় হাফেজ সৈয়দ আহমদ (৫৭) নামে এক ইমাম নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ সৈয়দ আহমদ নারায়ণগঞ্জের দীঘলদী এলাকার মৃত শুন মিয়ার ছেলে। তিনি উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকি মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, সকালে জামালদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন সৈয়দ আহমদ। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ আহমদ মারা যান। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত