ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুর

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

  প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:২৩

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের পৃথক দুটি সংঘর্ষে দু’জন মারা গেছেন। গতকাল রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)। দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে একজন মারা যান। এতে সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ৫ জন আহত হয়।

এরমধ্যে সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।

একইদিন বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে আরও এক যুবক মারা যান। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলেও একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন চার জন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত