ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

  প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৪  
আপডেট :
 ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর কালী মন্দিরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ বাঁধনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল সাড় ৯টার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী দুই বন্ধু মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি জালালাবাদ ইউনিয়নের ইছাখালী এলাকা থেকে বের হয়। পার্শ্ববর্তী দুর্গাপুর কালী মন্দির এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও বলেন, এতে দুজনে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত