জেঁকে বসেছে শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:০১
পৌষ মাসের শেষ সময়ে হঠাৎ উষ্ণতা বেড়ে গিয়েছিল। কিন্তু গত দুই দিন ধরে আবার জেঁকে বসতে শুরু করেছে শীত। গতকাল দেশের পাঁচ জেলায় থাকলেও শুক্রবার ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আগামীকাল শনিবার থেকে শীতের এই প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দুই দিনের শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আগামীকাল ও পরের দিনও অব্যাহত থাকতে পারে। এরপর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
সাধারণত, যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
অধিদপ্তরের কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। আজ ঢাকার বায়ুর আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ।
আজ ঢাকায় সুর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে-৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়- ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা আজ গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ জার্নাল/এফএম