ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

শুক্র-শনিবার গণসংযোগ, রোববার মানববন্ধন করবে বিডিআর স্বজনরা 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৮  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২৫, ২২:১৯

শুক্র-শনিবার গণসংযোগ, রোববার মানববন্ধন করবে বিডিআর স্বজনরা 
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কর্মসূচি ঘোষণা করেন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দিদের স্বজনরা। ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দিদের মুক্তিসহ তিন দাবিতে টানা দুই দিন আন্দোলন করেন তাদের স্বজন ও ভুক্তভোগী বিডিআর সদস্যরা। এরপর আজ বৃহস্পতিবার রাজধানীকেন্দ্রিক এই কর্মসূচির ইতি টেনে নতুন কর্মসূচি অনুযায়ী শুক্র ও শনিবার নিজ নিজ এলাকায় গণসংযোগ চালানোর ঘোষণা দেন তারা। পাশাপাশি আগামী রোববার জেলায়-জেলায় মানববন্ধন করার কথা জানান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনে একাত্মতা প্রকাশ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার।

তিনি বলেন, আপনারা এখন নিজ নিজ জেলায় ফিরে গিয়ে শুক্র ও শনিবার প্রচারপত্র বিতরণসহ গণসংযোগ চালাবেন। আগামী রোববার জেলায়-জেলায় প্রেস ক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করবেন। রোববারের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, পরবর্তী কর্মসূচি ঘোষণা হলে ঢাকায় আবারও সবাইকে আসার প্রয়োজন হতে পারে। সেজন্য তিনি সবাইকে প্রস্তুতথাকার আহবান জানান। এসময় তিনি বলেন, সরকার আমাদের আন্দোলনকে ইতিবাচক ভাবে নিয়েছেন। তবে আমরা মনে করি সরকারের ওপর অন্য কোনো শক্তির চাপ থাকার সম্ভাবনা আছে। সকল শ্রেণি-পেশার মানুষকে সংযুক্ত করে আবার মাঠে নামার প্রয়োজন পড়তে পারে।

বিক্ষোভকারীদের তিন দফা দাবি হল কারাবন্দিদের মুক্তি; পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।

এসব দাবিতে বিডিআর সদস্যদের স্বজনদের এই আন্দোলন শুরু হয় বুধবার সকাল থেকে। প্রথমে শহীদ মিনারে মানববন্ধন করার পর তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগ মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।

পরে একটি প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বাকিদের একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ ফিরে যায় শহীদ মিনারে।

বৃহস্পতিবার সকালে টানা দ্বিতীয় দিনের মত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা ১টার দিকে তারা সেখান থেকে উঠে শাহবাগ মোড় অবরোধ করলে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দেড় দশক আগে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের ঘটনার পর কারাগারে আটক রয়েছেন অনেক বিডিআর সদস্য, চাকুরিচ্যুত হয়েছেন অনেক। ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব বিডিআর সদস্যদের স্বজনরা সম্প্রতি তাদের মুক্তির দাবি তুলেছেন। এরই অংশ হিসেবে বিডিআর স্বজনরা রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত