ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন

  প্রতিনিধি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩১

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন
সংগৃহীত ছবি

তাপমাত্রার পারদ বাড়লেও হিমেল বাতাসের ঠান্ডায় কাবু দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীত, সাথে দিনভর ঠান্ডা বাতাসে জবুথবু জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারেননি অনেক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ জানুয়ারি এ জেলায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে ক্রমেই বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এসময়ের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সবশেষ গত বুধবার (৮ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে। এদিকে সকালে সূর্য উঠছে। এছাড়া উত্তরের শীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন।

সকালে তীব্র শীত সঙ্গে উত্তরের হিমেল হাওয়া মানুষ ও প্রাণীকুলকে কাবু করে দিচ্ছে । গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা এ রকম থাকতে পারে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত