ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নারান্দী দীঘা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করবে সিএলপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪১

নারান্দী দীঘা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করবে সিএলপি
‘নারান্দী দীঘা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ অনলাইন ইংলিশ স্পোকেন ক্লাস শুরু করবে মার্কিন প্রতিষ্ঠান ‘কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম’ (সিএলপি)। এ উপলক্ষ্যে ভার্চুয়াল ক্লাসের মহড়া কম্পিউটার ও পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ছবি: প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘নারান্দী দীঘা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ অনলাইন ইংলিশ স্পোকেন ক্লাস শুরু করবে মার্কিন প্রতিষ্ঠান ‘কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম’ (সিএলপি)। এ উপলক্ষ্যে ভার্চুয়াল ক্লাসের মহড়া কম্পিউটার ও পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এ লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর স্কুল পরিদর্শন করে সিএলপির একটি দল। এ দলের প্রধান আমেরিকা প্রবাসী স্কুল-পড়ুয়া নবম শ্রেণির ছাত্র ঈশান সাদী। সে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। ঈশান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রদেশের হিলসবেরো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সিএলপি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠান দরিদ্র, আগ্রহী, উৎসাহী কিশোর ও যুবকদের মধ্যে শিক্ষা ও কম্পিউটার ব্যবহার প্রসার করে থাকে।

ঈশান ও তার সঙ্গীরা নারান্দী প্রাইমারি স্কুলে অনলাইন ইংলিশ স্পোকেন ক্লাস শুরু করার উদ্দেশ্যেই বাংলাদেশে আসে। চলতি বছর জানুয়ারিতে ক্লাস শুরু হবে। পরীক্ষামূলক ভার্চুয়াল ক্লাস, কম্পিউটার ও আনুষঙ্গিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

একসঙ্গে ‘নারান্দী দীঘা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাইবুনেছা সাধারণ পাঠাগার’ পরির্দশন করে ঈশান সাদী ও তার দল। পাঠাগারে স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা করা হয়েছে।

পাঠাগার ব্যবহারকারী ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য একটি আনন্দমুখর দিন ছিল। স্কুলের প্রধান শিক্ষিকা, শিক্ষক, শিক্ষার্থী, গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সিনিয়র ছাত্ররা তাদের এ জাতীয় স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি হাততালি দিয়ে উৎসাহিত করেছেন। সবাই আশাবাদি যে এ জাতীয় কাজ সুদূর প্রসারী হবে। ঈশান ও তার দল স্কুলের মাঠে ফুটবল খেলায়ও অংশগ্রহণ করে। তারা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা রং-পেন্সিলসহ বিভিন্ন সামগ্রী শিক্ষার্থীদের উপহার দেয়।

ঈশান সাদীকে অনুপ্রেরণা দেয়ার জন্য সিএলপি'র সিনিয়র স্বেচ্ছাসেবী কীয়াম সাদী এসেছিল। টিমের রোশান ও কারিনা এসেছিল ভবিষ্যতে সম্ভাব্য ভলেন্টিয়ার হিসেবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত