ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব আবু তাহের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৯  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব আবু তাহের
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা। সচিব পদে পদোন্নতির পর তাকে নিয়োগ দিয়ে বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গত ১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আবু তাহের মো. মাসুদ রানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার ও অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত