এমপি কোটায় আনা বিলাসবহুল গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত এনবিআরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আওয়ামী সরকারের এমপিদের নামে আনা ৪২টি পাজেরো গাড়ি নিলামের পরিবর্তে আমদানিকারক প্রতিষ্ঠানকে দিয়ে ছাড় করানোর সিদ্ধান্ত নিয়েছ। অন্তত ৪০০ কোটি বাড়তি রাজস্ব লাভের আশায় এনবিআরের এই সিদ্ধান্ত। এদিকে চট্টগ্রাম বন্দরের কারশেডে গত ৫ মাস ধরে আটকা পড়া এই গাড়িগুলো এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল। তবে, গাড়িগুলোর আমদানিকারকরা সংসদ সদস্যদের পালিয়ে যাওয়ার কারণে শুল্ক ছাড়ে সমস্যা সৃষ্টি হয়।
চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, আমদানিকারকরা যদি শুল্ক পরিশোধ করেন, তবে গাড়িগুলোর ছাড় দেয়া হবে, অন্যথায় সেগুলি নিলামে তোলা হবে।
এনবিআরের এই সিদ্ধান্তে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিডাররা। চট্টগ্রাম কাস্টম হাউজ বিডার অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমেদ জানান, যদি রাজস্ব বোর্ডের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়, তবে বিডারদের কিছু বলার নেই। তবে, চট্টগ্রামের ব্যবসায়ীরা মনে করছেন, এমপিরা না থাকায় গাড়িগুলোর নিলাম হওয়া উচিত।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, ১০ কোটি টাকা মূল্যবৃদ্ধি হওয়া সত্ত্বেও কেউ গাড়ি ছাড় করাবে বলে মনে হয় না। দ্রুত নিলাম আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।
জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির মূল্য ১ থেকে দেড় কোটি টাকা, তবে শুল্কসহ এই গাড়ির বাজারমূল্য ১২ থেকে ১৫ কোটি টাকায় পৌঁছাবে। এত চড়া দামে গাড়িগুলো বিক্রি হওয়া কঠিন বলে মত দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা।
বাংলাদেশ জার্নাল/আরএইচ