সওজ’র প্রকৌশলী আরেফিনের বরখাস্ত প্রত্যাহারের দাবি আইইবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাময়িক বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইবির সদস্য এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত মোহাম্মদ শাহ আরেফীনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত রোববার তাকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আইইবি'র নির্বাহী কমিটি কর্তৃক তার বিরুদ্ধে আনীত অসদাচরণের বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়। আলোচনার প্রেক্ষিতে সকলে এই বিষয়ে একমত পোষণ করেন যে, প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীনকে তার অপরাধ কী তা জানার সুযোগ না দিয়ে এবং কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সম্পূর্ণ একতরফাভাবে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি মৌলিক অধিকার পরিপন্থী, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করার জন্য আইইবি'র পক্ষ হতে জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ