পল্টনে অগ্নিকাণ্ড: উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৪১
রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তাযর জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি 'ল' চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। পরে সকাল পৌনে ১০টার দিকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পুরানা পল্টনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি 'ল'চেম্বারে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
প্রথমে দুই ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট বাড়ানো হয়। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ জার্নাল/এফএম