ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

মনোহরদীতে কৃষকের গরু চুরি প্রায় প্রতিরাতেই

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

মনোহরদীতে কৃষকের গরু চুরি প্রায় প্রতিরাতেই
প্রতীকী ছবি

মনোহরদীর গ্রাম জনপদ থেকে প্রায় প্রতিরাতেই গরু চুরি হচ্ছে বলে খবর রয়েছে। গত এক সপ্তাহে শুধু চালাকচর ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকেই ১৫/২০টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গতকাল রোববার রাতে এক গ্রাম থেকে ২ ব্যক্তির ৬টি গরু চুরি সংগঠিত হয়েছে বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে।

রোববার রাতে মনোহরদীর চকতাতারদী গ্রামের দুটি বাড়ি থেকে ৬টি গরু চুরি হয়। গত ৫ জানুয়ারি দিবাগত রাতে ওই গ্রামের তপন চৌকিদারের বাড়ির গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। তপন মন্ডল জানান, গরু দুটির বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। একই রাতে তার প্রতিবেশী রুহু মন্ডলেরও ২টি বকনা গরু ও ১টি বাছুর চুরি হয়। এতে তারও প্রায় দু লাখ টাকার বেশি ক্ষতি হয়। এর সপ্তাহ খানেক আগে চালাকচর গ্রামের সাইদুর মেম্বারের বাড়ি থেকে রাতের আঁধারে তার ২টি বলদ গরু চুরি হয়। বলদ দু'টির বর্তমান বাজারমূল্য অনুমান দেড়লাখ টাকার মতো বলে জানা গেছে। একই রাতে তার প্রতিবেশী কাজল রবিদাসেরও ২টি গাইগরু চুরি হয়। গরু দুটির বাজার মূল্য হবে অনুমান ১ লাখ ২০/৩০ হাজার টাকা। এর কিছুদিন আগে এক রাতে উপজেলার জামালপুর গ্রামের ৪ বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। এতে বীরু দেবনাথের ১ টি গাভী, ফরিদের ১টি গাভী ও ১টি বাছুর, জনাব আলীর ১টি গাভী ও ১টি বাছুর গরু ও একই গ্রামের মাইনু মিয়ার বাছুরসহ ১টি দুধেল গাভী চুরি হয়।

এ ব্যাপারে মনোহরদী থানার ওসি মো. আব্দুল জব্বার জানান, লোকমুখে গরু চুরির কিছু বিষয় তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তিনিসহ থানা পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে প্রতিরাতেই টহল কার্যক্রমসহ বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত