থানা ঘেরাও করে স্লোগান
কোতোয়ালি থানার সাবেক ওসিকে বিএনপি কর্মীদের হেনস্তা
প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে হেনস্তা করার অভিযোগ ওঠেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে গেলেও বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন।
স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এসময় আশেপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, “পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি তিনি। আর তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।”
তবে নেজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
অপরদিকে নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করে বিচারের দাবিতে মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা।
বাংলাদেশ জার্নাল/এনবি