ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

  প্রতিনিধি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার
সাইফুল করিম সাবু | সংগৃহীত ছবি

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুকে (৭৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। পাঁচ বছর আগে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অহেদ আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার রাত ৯টার দিকে শহরের প্রাণসায়র এলাকার বাড়ি থেকে সাইফুল করিমকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ মার্চ দিবাগত রাত একটার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মহিদুল ইসলামের নির্দেশে ধুলিহর গ্রামের অহেদ আলীর বাড়িতে ঢুকে তার স্ত্রীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, ছয় ভরি সোনার গহনা ও একটি মোটরসাইকেলসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করার পর জিনিসপত্র ভাঙচুর করে আসামিরা।

সেখানে উপস্থিত মিজানুর রহমান ওরফে বাবু সানা অহেদ আলীর শিশু সন্তানকে পানিতে ছুড়ে ফেলেন। পর অহেদ আলীকে মারতে মারতে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তাকে নির্যাতন করে খুন করে মরদেহ পাশের একটি বাগানে ফেলে রেখে যায় আসামিরা। পরদিন সকালে অহেদের স্ত্রী পারুল বেগম ও তার স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ও আসামিরা তার মরদেহ দ্রুত দাফন করতে বাধ্য করে বলেও উল্লেখ করা হয় এজাহারে।

পরে ২০২৪ সালের ২৭ আগস্ট পারুল বেগম বাদী হয়ে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতক্ষীরা সদর সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি আবু আহম্মেদসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়।

বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একইসঙ্গে একজন সহকারী পুলিশ সুপার বা পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে গত ৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, এজাহারে নাম না থাকলেও মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাইফুল করিমকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত