ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে প্রবেশের সময় সীমান্তে আটক ৩

  প্রতিনিধি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৫  
আপডেট :
 ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

ভারতে প্রবেশের সময় সীমান্তে আটক ৩
সংগৃহীত ছবি

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা- ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

আশরাফুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গমন করবে। এ সংবাদ পেয়ে কালিয়ানী বিজিবির নায়েক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে।

তিনি আরও জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত