ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশুর মৃত্যু 

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশুর মৃত্যু 
চাঁদখালী বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিবেদক

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় মো. রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিহান লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের ভাঙারি ক্রেতা রুবেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দোকান থেকে বের হয়ে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পিকআপ চাপায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পিকআপ রেখে পালিয়ে গেছে। পিকআপটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত