টেকনাফে সোয়া দুই লাখের বেশি ইয়াবাসহ রোহিঙ্গা আটক
প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:২২
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত থেকে সোয়া দুই লাখের বেশি ইয়াবাসহ আব্দুর শুক্কুর (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আব্দুর শুক্কুর (২১) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাফপুরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।
বিজিবি অধিনায়ক আশিকুর বলেন, সন্ধ্যায় নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্ত পয়েন্টে বিজিবির দুইটি টহল দল দায়িত্বে ছিল। এক পর্যায়ে বিজিবির সদস্যরা নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে কূলের দিকে আসতে দেখে।
তিনি বলেন, বেঁড়িবাধের কাছে আসলে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় লোকগুলো সাথে থাকা প্লাস্টিকের বস্তা দুইটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়। তখন ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তা দুইটি উদ্ধার করে ও খুলে ২ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/ওএফ