ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান
সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান। ছবি: সংগৃহীত

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় তারা জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেয়া হয়। এখন তারা চাকরি পুনর্বহাল চান।

ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অভিযোগে তাদের বাদ দেয়া হয়েছে, তার কোনো প্রমাণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি দাবি করে অব্যাহতিপ্রাপ্ত এই এসআইরা সারদায় প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে একযোগে পোস্টিং দেয়ার দাবি জানান।

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বলেন, ‘আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তার সুষ্ঠু বিচার দাবি করছি।’

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে গত তিন মাসে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত