ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

রেললাইনের পাশে পড়েছিল স্বামী-স্ত্রীর মরদহে

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

রেললাইনের পাশে পড়েছিল স্বামী-স্ত্রীর মরদহে
কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা। ছবি: প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহত নীল কান্ত মন্ডলের পিসাত ভাই ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা এলাকায় সনাতনীদের অনুষ্ঠান কীর্তনে গিয়েছিল। পরে তারা আর বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় সকালে আবার তার ছেলে মহাসড়কেও খোঁজাখুঁজি করে। পরে ভোরে এক লোক ফোন করে জানান, ৬নং ব্রিজের রেললাইনের পাশে নারী-পুরুষের দুইটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের দু’জনের লাশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের খণ্ডিত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে শনিবার দুপুরে স্থানীয় শ্মশান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দু’টি পরিবারের লোকজন নিয়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত