রূপপুরে আবাসিক ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আবাসিক ভবনের চার তলা থেকে পড়ে পুসতারুক কেসিনিয়া (৪০) নামের রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তিনি রূপপুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামীসহ তিনি গ্রিনসিটির ওই ফ্ল্যাটে থাকতেন।
পুলিশ জানায়, ভবনের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই রুশ নারী। খবর পেয়ে, আবাসিক গ্রিনসিটির চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রুশ নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঘটনার কারণে এমনটা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ