ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান: ৫০ যানের বিরুদ্ধে মামলা, ৫টি জব্দ

  প্রতিনিধি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান: ৫০ যানের বিরুদ্ধে মামলা, ৫টি জব্দ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান ৫০ যানের বিরুদ্ধে মামলা, ৫টি জব্দ। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচল করা গাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। ফিটনেস ও লাইসেন্স না থাকায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এসব মামলা করা হয়। এছাড়া, সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় চারটি বাসসহ পাঁচটি যান জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া জানিয়েছেন, শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই অভিযান চালানো হয়।

এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন আকস্মিক এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।

অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সীগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র‍্যাব-১০ এর একটি টহল দল অংশ নেয়।

ডিআইজি আকতারুজ্জামান বলেন, ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনে কাগজপত্র চেক করা হয়। এসময় চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকার কারণে জব্দ করা হয়। পরে পুলিশ জব্দ করা বাসগুলোর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত