ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি বহিষ্কার, দায়িত্বে মুরাদ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি বহিষ্কার, দায়িত্বে মুরাদ
বখতিয়ার আহমেদ কচি। ছবি: প্রতিবেদক

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদপ্রাপ্ত হয়েই মুরাদ হাসান দায়িত্ব পালন শুরু করেছেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি ব্যাপক চাঁদাবাজি শুরু করে। এক কথায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে একক আধিপত্য বিস্তার করে। এক সময়ের আওয়ামী লীগের দিনাজপুর সদর আসনের এমপি ইকবালুর রহিমের দোসর ওয়াহেদুজ্জামান বুলবুলের দখলকৃত স্টেশনসংলগ্ন বিশাল দোকনে নিজস্ব অফিস খুলে বসেন। এতে করে বির্তক সৃষ্টি হয়। অল্প বয়সে বিশাল দায়িত্ব পাওয়ায় নিজের ক্ষমতা দেখিয়ে দলীয় নেতাকর্মীদের আঘাত করাসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করে।

তিনি আরও বলেন, বিএনপিতে এখন দলীয় কোন্দল আর থাকবে না। জেলা বিএনপি এখন সঠিক পথে চলবে। আর কোন নেতা নিজস্ব বাহিনী বা অপরাধ করার সাহস পাবে না।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত