বৃহস্পতিবার ঘটে যাওয়া আলোচিত সব খবর
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫২
- কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনুপ্রবেশ এবং ‘জঙ্গি’দের প্রবেশে সহায়তা করছে।
- ৪৩-তম বিসিএসের নিয়োগ থেকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় 'সাময়িকভাবে অনুপযুক্ত' ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
- জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ কয়েকজনের আইডি সামাজিক মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
- বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে 'মানবাধিকারের লঙ্ঘনের স্পষ্ট ঘটনা' বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
- বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের ‘দুর্নীতি’ নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ বলেন, "বিদ্যুৎ দেওয়ার নাম করে পকেট কেটে নিয়ে গেছে।"
- দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- আগামী ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
- জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
বাংলাদেশ জার্নাল/ওএফ