মধ্যরাতে কিশোর গ্যাংয়ের কবলে দম্পতি, স্বামীকে পিটিয়ে হত্যা
প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২২:০৪
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসিবুল ইসলাম (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া থানার ইপুহার এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ফেরার পথে স্ত্রীসহ তিনি কিশোর গ্যাংয়ের কবলে পড়েন।
জানা গেছে, স্ত্রী ও চার সন্তানকে নিয়ে প্রাইভেট কারে ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। যানজটের কারণে শ্রীপুরে শ্বশুরবাড়িতে পৌঁছাতে তাদের রাত তিনটা বেজে যায়। তখন হাসিবুলের স্ত্রীকে ঘিরে ধরে ১৫ থেকে ২০ জনের কিশোর-তরুণদের একটি দল। একপর্যায়ে তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে হাসিবুল বাধা দেন। তখন স্ত্রী-সন্তানদের সামনে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে তারা।
নিহত হাসিবুলের স্ত্রী মাহমুদা আক্তার জানান, তারা রাতের খাবার খেয়ে ঢাকা থেকে শ্রীপুরে আসেন। আজ সন্তানদের স্কুলে ভর্তির কাজ করার কথা ছিল। যানজট থাকায় বাড়িতে পৌঁছাতে রাত পৌনে তিনটা বেজে যায়। বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় রুবেল, রোমান, অন্তরসহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তাদের সঙ্গে ঘরের চাবি ছিল না। দোকান থেকে স্বামী ওই চাবি নিয়ে ফিরে দেখেন, তার স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছেন এবং মারধর করছেন। তখন তিনি বাধা দিলে তারা তাকে ইটের আঘাত করে হত্যা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্থানীয় মো. আলী আকবরের ছেলে অন্তর (২০) ও পাশের ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার নিজামের ছেলে মো. রোমানকে (২১) অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে। তাদের দুজনের একজনের বাড়ি নিহত ব্যক্তির শ্বশুরবাড়ির ২০০ গজের মধ্যে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, কেওয়ায় শ্বশুরবাড়িতে থাকতেন হাসিবুল ইসলাম। সেখানে ওষুধের ব্যবসা করতেন। বুধবার স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে যান। রাত আড়াইটার দিকে স্ত্রীসহ বাসায় ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে রুবেল নামে একজনসহ তিন থেকে চারজন কিশোর তাদের গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসিবুলের স্ত্রীকে চড় মারলে তাদের মধ্যে মারামারি হয়।
তিনি জানান, এ সময় রুবেলসহ ওই তিন-চারজন হাসিবুলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় নিহত হাসিবুলের স্ত্রী বাদী হয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। দুজন ইতিমধ্যে পুলিশের হেফাজতে আছে। অন্য আসামি রুবেলকে তারা আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি