ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

সংবাদ সম্মেলন

১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবি 'বঞ্চিত' চাকরি প্রার্থীদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবি 'বঞ্চিত' চাকরি প্রার্থীদের
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২২ জনকে ফের গেজেটভুক্ত করে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে।

বাদ পড়া প্রার্থীরা বলেছেন তাদের ৫ জানুয়ারির মধ্যে পুনরায় গেজেটভুক্ত করে ১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিত করতে হবে।

'৪৩তম বিসিএস’র গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ' ব্যানারে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে লিখিত বক্তব্য পড়ে শোনান মাসুমা আক্তার সিঁথি।

তিনি বলেন, "গেজেট থেকে বাদ দেওয়ায় আমাদের ২২২ জন প্রার্থী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশেহারা হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের পথ ধরে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য, তা পূরণে মেধা ও যোগ্যতা ভিত্তিক সিভিল সার্ভিসের বিকল্প নেই।“

এই বিসিএসের মাধ্যমে দুই হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। পরে কয়েক দফায় তদন্ত করে ১৫ অক্টোবর তাদের গেজেটভুক্ত করা হয়। গেজেট যোগদানের তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হলেও পরে পিছিয়ে ১ জানুয়ারি ঠিক করা হয়।

তবে ৩০ ডিসেম্বর প্রকাশিত দ্বিতীয় গেজেটে ১৬৮ জনসহ সর্বমোট ২২২ জন প্রার্থীকে গেজেট থেকে বাদ দেওয়া হয়।

অবস্থান কর্মসূচির বিষয়ে মাসুমা বলেন, “আমরা গতকালকে সচিবালয়ে গিয়েছি। সেখানকার বর্তমান নিরাপত্তার কথা আপনারা জানেন। তারা আমাদের ৩ জন প্রার্থীকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছে।

“কিন্তু প্রবেশ করার পর তাদের সাথে কেউ দেখা করেনি। আমরা একটি আবেদন কপি দিয়েছি। তা গ্রহণ করার ফিরতি কোনো চিঠি পাইনি।"

তিনি বলেন, "আমাদের কারো কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই৷ কেউ ফৌজদারি অপরাধের সাথেও জড়িত নয়। তবুও আমরা জানি না, আমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে।“

শিক্ষা ক্যাডারে পদার্থবিজ্ঞান বিষয়ে সুপারিশপ্রাপ্ত শাহ মোহাম্মদ রায়হান মিয়া বলেন, "বিগত সরকারের আমলে আমাদের প্রথম ভেরিফিকেশন হয়। এই সরকারের আমলে পুনরায় ভেরিফিকেশন হওয়ার পর আমাদের প্রথম গেজেট প্রকাশ করা হয়। সেখানে আমাদের সবাই রয়েছে। কিন্তু পরে আমাদের বাদ দেওয়া হয়েছে।"

অন্যদের মধ্যে গেজেট থেকে বাদ পড়া আরিফ হক, নাজমুল হক স্বপন, মোহাম্মদ নাজমুস সাকিব, শরীফুল ইসলাম, সত্যজিত দাস, হাফসা বিনতে হারিসসহ আরো অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত