বর্ষবরণের রাতে গান বাজানো নিয়ে সংঘর্ষে তরুণ খুন
প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইংরেজি বর্ষবরণের রাতে গান বাজানোকে কেন্দ্র করে মারামারিতে এক তরুণ খুন হয়েছেন। বর্ষবরণের প্রথম প্রহরে তর্কের জেরে ওই মারামারির ঘটনা ঘটে। এসময় আরও পাঁচজন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।
নিহত মো. হৃদয় (২০) ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে হৃদয়ের বন্ধু সানি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
ওসি শরীফুল ইসলাম বলেন, বর্ষবরণ উপলক্ষে স্থানীয় যুবক ও তরুণরা গান বাজানোর আয়োজন করেন। সেখানে একটি ছোট স্টেজও করা হয়। রাত সাড়ে ১২টার দিকে গান বাজানো ও স্টেজে ওঠাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। এতে হৃদয়সহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
হৃদয়ের বন্ধু মো. সাব্বির বলেন, পাশের এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে হৃদয় ও তার বন্ধুদের কোপায়।
এ ঘটনায় বুধবার বিকেলে হৃদয়ের বাবা ছয়জনের নামে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শরীফুল ইসলাম।
বাংলাদেশ জানার্ল/এমপি