ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে
ফাইল ছবি

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত বিদেশে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এই আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের করা ৮ সদস্য তদন্তের কমিটির প্রধান নাসিমুল গনি।

তিনি জানান, আগুনের ঘটনায় আজও কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা অধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশের ল্যাবরেটরিতে পাঠানো হবে।

নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটা বিষয় বাকি আছে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দেব। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে একবার বসতে হবে। তবে প্রতিবেদনে কি পাওয়া গেছে তা এখন বলা যাবে না। এটা একটা প্রেসিং বিষয়।’

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর সেখানে ব্রিফিং করে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।

গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়।

গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত