ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বছরের শেষ দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭

বছরের শেষ দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে
ফাইল ছবি

বছরের শেষ দিনে আজ মঙ্গলবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকার বাতাসে পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৬.১ গুণ বেশি রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৭৫)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে বেচারাম দেউড়ি (২৬৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৬৬), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪০), কল্যাণপুর (২৩০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৮), গুলশান ২ এর রব ভবন এলাকা (২০৪)। এদিন সকালে এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বছরের শেষ দিনে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি।

দ্বিতীয় স্থানে রয়েছে চীনের শহর উহান। ২১৮ ও ২১০ একিউআই স্কোর নিয়ে শহর দুটির বাতাসের ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে ঢাকা, চতুর্থ স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো। শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত